তিনি বলেছেন, বালু সন্ত্রাসের কড়াল থাবার কারণে সোনারগাঁয়ের ঐতিহ্য বিলীন হওয়ার পথে। এ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁওয়ের পিরোজপুরে তাহেরপুর ঈদগাঁ মাঠে শহীদ মিজানুর রহমানের ২৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় ডা. আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
‘নারায়ণগঞ্জের ৫টি আসনই আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ আর জাতীয় পার্টির এমপি চায় না। সোনারগাঁওয়ে জাতীয় পার্টির এমপি হওয়ার পর মেঘনা নদীর নুনেরটেক এলাকায় বালু সন্ত্রাস বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছি আমরা নারায়ণগঞ্জের মানুষ। ’
এভাবে চলতে থাকলে কৃষকের ফসলি জমি ও ঘর-বাড়ি বিলীন হয়ে যাবে বলে মন্তব্য বরেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী।
জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল-কায়সার, স্থপতি ড. মাসুম ইকবাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সহকারী সম্পাদক আখলাকুর রহমান মাইনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, জাপান আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম ভুট্টো, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মিজানুর রহমান মিজান ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে ফজলুল হক হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৯১ সালে ২৭ অক্টোবর সন্ত্রাস বিরোধী মিছিলে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ অক্টোবর মৃত্যু বরণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএ/