শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। মুন বগুড়া সদর উপজেলার গকুল গ্রামের রেজাউল করিমের ছেলে।
জয়পুরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনদিন আগে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে মাদকসহ লাইলী নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি। শনিবার সন্ধ্যায় মুন নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে লাইলীকে আটকের বিষয়ে ব্যাখা চান।
এসময় দায়িত্বরত ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ ছুড়লে বেরিয়ে আসে মুন একজন ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে তাকে ওই কার্যালয় থেকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/