ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে একাধিক মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মাদারীপুরে একাধিক মামলার আসামি গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুরে একাধিক মামলার পলাতক আসামি মো. লিটন মাতুব্বরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকা থেকে তাকে আটক করে। লিটন শহরের পুরান বাজার কামারপট্টি এলাকার মৃত রশিদ মাতুব্বরের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার রাকিবুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ছিলারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ছয়টি মাদক ও তিনটি সন্ত্রাসমূলকসহ নয়টি মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।