শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকা থেকে তাকে আটক করে। লিটন শহরের পুরান বাজার কামারপট্টি এলাকার মৃত রশিদ মাতুব্বরের ছেলে।
মাদারীপুর র্যাব-৮ এর কমান্ডার রাকিবুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ছিলারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ছয়টি মাদক ও তিনটি সন্ত্রাসমূলকসহ নয়টি মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/