শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এর নেতৃত্বে শহরের বাজার, মধ্যম পাড়া, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ সব জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হোটেল সুপার স্টার অ্যান্ড বিরানী হাউজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৭ হাজার টাকা, মধ্যম পাড়ার জমজম হোটেলকে ৩ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড এলাকার শহ মজিদিয়া হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, পর্যটক ও স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত এ অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরআইএস/