ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুরির প্রস্তুতিকালে ধরা পড়লো কুখ্যাত চোর আরশাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
চুরির প্রস্তুতিকালে ধরা পড়লো কুখ্যাত চোর আরশাদ কুখ্যাত চোর আরশাদ মিয়া

নেত্রকোনা: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাসহ বিভিন্ন থানায় চুরি আর মাদক নিয়ে প্রায় ডজনখানেক মামলার আসামি কুখ্যাত চোর আরশাদ মিয়া (৩০)। বিভিন্নস্থানে সফলভাবে চুরি করে বারবার পার পেয়েছে সে।

কিন্তু এবার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের দিকনির্দেশনায় চুরির প্রস্তুতিকালেই তাকে আটক করেছে পুলিশ সদস্যরা।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নেত্রকোনা শহরের কাইলাটি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চোর আরশাদ মিয়া নেত্রকোনা শহরের পশ্চিম মালনি এলাকার নান্টু মিয়ার ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ও এসআই নাজমুল বাংলানিউজকে বলেন, সম্প্রতি সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরজুড়ে পুলিশের টহল বাড়িয়েছেন। এরই ফলশ্রুতিতে কুখ্যাত চোর আরশাদকে চুরির প্রস্তুতিকালেই আটক সম্ভব হয়েছে। শীতে মূলত শহর বা গ্রামে সবজায়গায় চুরির বেড়ে যায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সর্বক্ষণ কাজ করছে।  

এদিকে গত ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় শহরের মালনি ও ইসলামপুর থেকে দুই চোরসহ চুরির মালামাল ক্রেতা দম্পতিকে আটক করে পুলিশ।

তারা হলেন- শহরের মালনী এলাকার মো. নুরু মিয়ার ছেলে চোর সাজ্জাদ হোসেন (২৬), ইসলামপুর এলাকার শাহ্ আলমের ছেলে রুহুল আমীন (২৫) এবং দম্পতি ইসলামপুর এলাকার জামাল উদ্দিন (৩২) ও তার স্ত্রী শাহজাদি বেগম (২৮)।  

পরে আটকদের দেওয়া তথ্যানুযায়ী শহর থেকে চুরি হওয়া সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালপত্র উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।