ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে মাদক সেবীদের হামলায় পরিদর্শকসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিরলে মাদক সেবীদের হামলায় পরিদর্শকসহ আহত ৩

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের নেহাল গ্রামে মাদক সেবীদের হামলায় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. খন্দকার হাফিজুর রহমান (৩৫), এ এস আই তুলশী রায় (৩০) ও কনস্টেবল আলতাফুর রহমান (৪৯)।  

দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ সরকার বাংলানিউজকে বলেন, কয়েকজন মাদক সেবী ভ্যানের মধ্যে বসে গাঁজা সেবন করছিলো। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামইড় ইউনিয়নের নেহালগ্রামে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মাদক সেবীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপস্থিত ভ্যানটিকে পুলিশ নিয়ে আসার চেষ্টা করলে মাদক সেবীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে একজন পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাতেই দিনাজপুর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন  বলেও জানান পলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।