ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সারওয়ার-তামিম গ্রুপের ৩ জঙ্গি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে সারওয়ার-তামিম গ্রুপের ৩ জঙ্গি আটক

রাজশাহী: জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকা থেকে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। এদের মধ্যে ২জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের এহসার সদস্য বলে দাবি করছে র‌্যাব।

রোববার (২৯ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে র‌্যাব হেফজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।  

আটকরা হলেন- জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের ২ জন এহসার সদস্যসহ মোহাম্মদ জেনারুল, রসুল ও গায়রে এহসার সদস্য ইসলাম।  

এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর মেজর আশরাফ।  

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।