ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে বিস্ফোরণের পর ময়লার স্তূপে ককটেল-সদৃশ বস্তু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
মগবাজারে বিস্ফোরণের পর ময়লার স্তূপে ককটেল-সদৃশ বস্তু মগবাজারে বিস্ফোরণের পর ময়লার স্তূপে ককটেল-সদৃশ বস্তু। ছবি: সুমন শেখ/ বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি ময়লার স্তূপের মধ্যে ককটেল-সদৃশ বস্তু পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মগবাজারের ডক্টর গলির ওই ময়লার স্তূপে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হক বাংলানিউজকে বলেন, ডক্টর গলির একটি ময়লা স্তূপ থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল-সদৃশ ওই বস্তু দেখতে পায়।

পরে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়।  বর্তমানে পুরো গলিটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলেও জানান ওসি কাজী মাইনুল।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।