ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হিন্নাল ও দাউদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার হিন্নাল এলাকার আব্দুর রহমানের ছেলে আক্তার হোসেন ও হবি মিয়ার ছেলে আনোয়ার হোসেন অনু।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন ওই দুই মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হিন্নাল এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আক্তারকে ও দাউদপুর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ অনুকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।