ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রামগতিতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি 

লক্ষ্মীপুর: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় স্যানিটেশন মাস  ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রামগতি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে আলেকজান্ডার মডেল উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অজিত দেব ।

বিশেষ অতিথি ছিলেন- আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন-  রামগতি উপজেলা সমন্বয়কারী (ডরপ্) গুলশান সুলতানা, আবুল কালাম আজাদ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর ( ডরপ্) আকলিমা আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী। সভা শেষে প্রায় ৬শ শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।