ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অগ্রণী ব্যাংক থেকে ৫ লাখ টাকা চুরি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কুমিল্লায় অগ্রণী ব্যাংক থেকে ৫ লাখ টাকা চুরি  সিসি ক্যামেরায় টাকা চোর শনাক্ত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার অগ্রণী ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ীর ৫ লাখ ৬৪ হাজার টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরায় চোরদের শনাক্ত করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১টায় এ চুরির ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, অগ্রণী ব্যাংকের কাউন্টারে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ৫ লাখ ৬৪ হাজার টাকা জমা দিতে আসেন।

এ সময় তার আশে পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন।  

ব্যবসায়ীর পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক নিজে কিছু টাকা ফেলে দিয়ে ব্যবসায়ীকে টাকা তুলতে বলেন। ব্যবসায়ী টাকা তুলতে নিচে বসলে চোর টাকার ব্যাগটি নিয়ে দ্রুত কেটে পরে। সিসি ক্যামেরার ফুটেজে তাকে চিহ্নিত করা হয়। চোরকে গ্রেফতার  করার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।