রোববার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর গুলপুকুর পাড় মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে দুর্গাবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুবুর রহমান, এজিএস মাহবুবুর রহমান রানা ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিন এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
পরে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা জসিম উদ্দিন জনি।
এ সময় ছাত্রদল নেতা মোজাম্মেল হক নজরুল, আবু শামীম সরকার, রাকিকুল আলম আরিফ, কামরুল হাসান, রাশেদ সিদ্দিকি, গোবিন্দ রায়, শাওন, কাদের জনি, নাহিদুজ্জামান সাদ্দাম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএএএম/আরআর