রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফারজানা উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই সড়ক দিয়ে ফারজানা রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ফারজানাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএটি