ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রাঙ্গাবালীতে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় আটক ৩

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের কুদ্দুস গাজীর ছেলে জাহিদ, মতলেব গাজীর ছেলে রনি ও আব্দুল মজিদ ঢালীর ছেলে আবু তালেব দুপুর ১টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন।

 

বিষয়টি শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঙ্গাবালী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।