রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের কুদ্দুস গাজীর ছেলে জাহিদ, মতলেব গাজীর ছেলে রনি ও আব্দুল মজিদ ঢালীর ছেলে আবু তালেব দুপুর ১টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন।
বিষয়টি শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঙ্গাবালী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআর