রোববার (২৯ অক্টোবর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, দূষণকারী দেশ কর্তৃক ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান।
অন্যান্যের মধ্যে সনাকের সদস্য কোহিনূর রুমা, মোজাম্মেল হক ও টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ