রোববার (২৯ অক্টোবর) সকালে বরিশাল জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, সনাক সদস্য প্রফেসর শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, এবিসি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমডি মধু মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআইএস/