রোববার (২৯ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়।
তারা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে বাবুল মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের শামসুল হকের ছেলে মো. শাওন (১৮), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজের হাট গ্রামের মনসুর আলীর ছেলে বিল্লাল হোসেন (২২), কিশোরগঞ্জের তারাইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের একই পরিবারের মৃত নিখিল সূত্রধরের স্ত্রী নীশি রাণী সূত্রধর (৪৫), নীশি রাণীর সন্তান পিন্টু সূত্রধর (২৪), ইতি রাণী সূত্রধর (১৮) ও সেন্টু সূত্রধর (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জুলাই শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোর সীমান্ত দিয়ে বাবুল মিয়া, মো. শাওন ও বিল্লাল হোসেন ভারতে অনুপ্রবেশ করেন। এসময় বিএসএফ তাদের আটক করে ভারতীয় পুলিশের কাছে দেয়। পরে তাদের আদালতের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে তারা ৯৫ দিন কারাভোগ করেন।
অপরদিকে, ১৯ অক্টোবর নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে নীশি রাণী, পিন্টু, ইতি রাণী ও সেন্টু ভারতে অনুপ্রবেশে করেন। এসময় অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তারা ৯দিন কারাভোগ করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান
বাংলানিউজকে জানান, রোববার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও চেকপোস্ট দিয়ে বিএসএফ তারা সাত জনকে বিজিবি’র কাছে হস্তান্তর করে।
এসময় ভারতের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান ও নজরুল ইসলাম, ভারতের আমপাতি থানার উপ পরিদর্শক (এসআই) পি আর মারাক, বাগমারা থানার উপ পরিদর্শক (এসআই) জে পি মারাক, বিএসএফ পোস্ট কমান্ডার আর পে সিং, হাতিপাগার ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ