রোববার (২৯ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার ইসমাইল হোসেনের ছেলে মিলন মিয়া (৩৪), ইউসুফ মোল্লার ছেলে পান্না মোল্লা (৩১), পিরোজপুরের দুলাল মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৫) ও বাগেরহাটের চাপাইল গ্রামের নুর ইসলামের ছেলে রব্বানী (৩৩)।
গোবরা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে সদর উপজেলার চাপাইল ব্রিজের উত্তর তীর এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ওই চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/