ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জলবায়ু অর্থায়নে স্বচ্ছতার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি: জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠি পৌর শহরের ফায়ার সার্ভিস মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।

সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ উদ্দীন, এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক প্রমুখ।

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) কর্তৃক আগামী ৬-১৭ নভেম্বর জার্মানিতে জলবায়ু সম্মেলন (কপ ২৩) অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনকে ঘিরে স্বল্পোন্নত দেশগুলোর প্রভাবশালী সদস্য হিসেবে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন বক্তারা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং জলবায়ু অর্থায়নে সমতাসহ ৯ দফা দাবি জলবায়ু সম্মেলনে বাস্তবায়নের কথা বলেন।

মানববন্ধন শেষে শহরে র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অ‌ক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।