ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীতে ওয়ান শ্যুটার গান ও কার্তুজসহ উজ্জ্বল (২৭) নামে চরমপন্থি দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়নের জয়রামপুর ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

উজ্জ্বল ওই ইউনিয়নের আগমাড়াই গ্রামের মোমিন মোল্লার ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, উজ্জ্বল জেলার শীর্ষ মাদক বিক্রেতা। এলাকায় তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি মাদক বিক্রি করে আসছিলেন। এছাড়া তিনি চরমপন্থি দলের সক্রিয় সদস্য। উজ্জ্বলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ধরার জন্য বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম। অবশেষে সকালে জয়রামপুর ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ওয়ান শ্যুটার গান ও কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।