রোববার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-সনাকের সহ সভাপতি অমলেন্দু হাওলাদার, স্বজন সদস্য মিনতি চাকমা, ছত্রং চাকমা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মাসুদুল আলম, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, রাঙামাটিতে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
প্যারিস চুক্তির আলোকে প্রতিশ্রুতি জলবায়ু অর্থায়নে সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক, সুনির্দিষ্ট রুপরেখা প্রস্তুত এবং সুশাসন নিশ্চিতের লক্ষ্যে চলতি বছরের ৬-১৭ নভেম্বর জার্মানির বন শহরে ২৩তম জলবায়ু সম্মেলন (কপ-২৩) অংশীজনদের বিবেচনার জন্য টিআইবি কিছু সুপারিশ প্রস্তাব করেছে এবং ওই বিষয়ে দেশব্যাপী প্রচারণার কার্যক্রমের অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান দেয়া এবং ক্ষতিপূরণের অর্থকে কোনো অবস্থায় ঋণ হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ