ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শিশু চুরির অভিযোগে নারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
লক্ষ্মীপুরে শিশু চুরির অভিযোগে নারী আটক আটক শিশু চোর ছালেহা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে ইব্রাহিম নামে ৪ মাসের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ছালেহা নামের এক নারীকে আটক করা হয়ছে। 

রোববার (২৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।  

শনিবার (২৮ অক্টোবর) রাতে সদর হাসপাতাল থেকে শিশু চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করে।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ছালেহা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।  

শিশুর মা জান্নাতুল ফেরদৌস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ৪ দিন আগে তার মা (শিশুর নানি) সাফিয়া বেগম হাসপাতালে চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। শিশুকে সঙ্গে রেখে মায়ের সেবা করছিলেন তিনি। রাতে সুফিয়া নামের এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ছালেহা এসে জান্নাতের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে তার ৪ মাসের শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শিশুর মায়ের চিৎকার শুনে আশপাশের রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, শিশু চুরির অভিযোগে আটক নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।