ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কোম্পানীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামাইর টেক এলাকায় বাসচাপায় মো. মামুন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বসুরহাট-চাপরাশিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ডাইলার বাড়ির সিরাজুল হকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক বাংলানিউজকে জানান, সকালে মামুন বাড়ি থেকে মোটরসাইকেলে বসুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জামাইর টেক এলাকায় তিনি একটি বাসকে অতিক্রম করার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।