ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাড়ীগাঁ খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ধামরাইয়ে বাড়ীগাঁ খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ে বাটার গেট থেকে জলসীন বাজার সড়কের তিন হাজার মিটার চেইনেজে বাড়ীগাঁ খালের উপর ৩০ মিটার দৈর্ঘ্য এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আরসিসি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক ব্রিজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পদক ফরহাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।