ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রামগতিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (এসএমজি) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২৯ অক্টোবর) বিকেলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চর আলগী এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রামগতি থানার আলেকজান্ডার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চর আলগী থেকে একটি এসএমজি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।