ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে আটক ৬ বিক্ষোভ মিছিল থেকে কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে-ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাংচুর করার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

পাশাপাশি ছাত্রদল নেতাকর্মীদের দাবি তাদের মিছিলে পুলিশি লাঠিচার্জে ৬/৭ জন আহত হয়েছেন। তবে পুলিশের দাবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

 

রোববার (২৯ অক্টোবর) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাংচুর করার প্রতিবাদে মিছিল নিয়ে বগুড়া রোড থেকে সদর রোড দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালায়। এতে ছাত্রদল কর্মী কাইউম, হাসিবুজ্জামানসহ ৬/৭ কর্মী আহত হন।  

এছাড়া ছাত্রদল নেতা তারিক আল ইমরান, রমজান আলী রাজিব ও আল আমিন মৃধাসহ ৬ জনকে আটক করে পুলিশ।  

বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল বলেন, মিছিলের নামে মূল সড়কে উঠে ছাত্রদলের নেতাকর্মীরা জননিরাপত্তায় বিঘ্ন ঘটায়। ওইসময় ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দেওয়া হয় এবং ৬ জনকে আটক করা হয়। তবে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।

এর আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।