ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপির গানম্যান আজগরের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সাবেক এমপির গানম্যান আজগরের ময়নাতদন্ত সম্পন্ন

ময়মনসিংহ: শর্টগান পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য রেজা আলীর দেহরক্ষী আজগর আলীর (৪৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহ বাগেরহাট জেলায় নিজ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।



ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য রেজা আলী এ তথ্য জানান।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ অক্টোবর) ভোরে তিনি মারা যান।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার ধানীখোলায় সাবেক সংসদ সদস্যের বাসায় নিজের নামে লাইসেন্স করা শর্টগান পরিষ্কার করতে গুলিবিদ্ধ হন গানম্যান আজগর।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।