ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লালমনিরহাট: লালমনিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়কের সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও টোল প্লাজার পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।