রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাখন বাউরী সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের নতুন লাইন এলাকার মৃত সুনীল বাউরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উদ্যানের ডরমিটরি এলাকায় চা বাগানের একটি গাছে গলায় ফাঁস লাগানো মাখন বাউরীর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে নিহতের পরিবারের সদস্য জানান, শনিবার (২৮ অক্টোবর) রাতে মাখন বাউরী ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে তাকে ঘরে পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে-যোগ করেন ওসি বদরুল হাসান।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিবিবি/এএটি