স্থানীয় রেলওয়ে জেলা পুলিশ কমিউনিটি সেন্টারে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে ৫০০ রোগীকে ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ দেয়া হয়।
এর মধ্যে দেড়শ’ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ব্যবস্থাপনায় ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সহযোগিতা করে মরিয়াম চক্ষু হাসপাতাল ও সেবা ফাউন্ডেশন ইউএসএ।
চক্ষু শিবির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
এসময় বক্তব্য রাখেন-চক্ষু বিশেষজ্ঞ ডা. মোতাহার হোসেন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান সরকার প্রমুখ। চক্ষু শিবিরে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে সৈয়দপুর পৌর ছাত্রলীগ।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ