ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রোববার (২৯ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় রেলওয়ে জেলা পুলিশ কমিউনিটি সেন্টারে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে ৫০০ রোগীকে ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ দেয়া হয়।


এর মধ্যে দেড়শ’ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ব্যবস্থাপনায় ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সহযোগিতা করে মরিয়াম চক্ষু হাসপাতাল ও সেবা ফাউন্ডেশন ইউএসএ।

চক্ষু শিবির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

এসময় বক্তব্য রাখেন-চক্ষু বিশেষজ্ঞ ডা. মোতাহার হোসেন, দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান সরকার প্রমুখ। চক্ষু শিবিরে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে সৈয়দপুর পৌর ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।