ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. শরিফুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

শরিফুল ইসলাম সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের চর-কোদালকাটি গ্রামের জয়নাল আবেদীন কালুর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ মার্চ সন্ধ্যায় ৯-বিজিবির পোলাডাঙ্গা বিওপির একটি টহলদল কোদালকাটি কবরস্থানে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ব্যাগ ৩৭টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এরপর দীর্ঘ সাক্ষ্য প্রমাণাদি শেষে রোববার আদালতে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর আসামি জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।