ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে যুবককে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বাউফলে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃত জীবন বেপারি (২০) পটুয়াখালীর দশমিনা থানার সানকিপুরা গ্রামের জিতু বেপারির ছেলে।

রোববার (২৯ অক্টোবর) সকালে তার মৃত্যু হলে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাশাপাশি এ ঘটনায় মৃতের বোন কাজলী বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাউফল উপজেলার গোসিংগা গ্রামের নিজের মাছের ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় জীবন নামের ওই যুবককে দেখে সন্দেহ হয় মিন্টু মৃধার। সে তার গতিরোধ করে পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় চোর সন্দেহে মিন্টু মৃধা লাঠি দিয়ে জীবনকে মারধর করে। পরে জীবন অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে যায় মিন্টু, আর সেখানেই তার (জীবন) মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করলেও প্রথমে তার পরিচয় অজ্ঞাত ছিলো। পরে জীবনের নাম-পরিচয় জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মূলত জীবনের সঙ্গে বাউফলের তৃষ্ণা নামের এক মেয়ের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকে মোবাইলফোনে কথাবার্তা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রাতে ওই মেয়ের বাড়িতে কেউ না থাকায় জীবন দশমিনা থেকে সেখানে আসে।  

ভোরে যাওয়ার সময় মিন্টুর ঘেরে বসেই চোর সন্দেহে ওই হামলার ঘটনা ঘটে জীবনের ওপর। প্রাথমিকভাবে এ তথ্যই জানা গেছে বলে জানান ওসি।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন, আর আসামিদের ধরতে অভিযানও অব্যাহত রয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অ‌ক্টোবর ২৯, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।