রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া ফুলবাহারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নূর আমিন (১৭) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জব্বার মিয়ার দুই ছেলে আ. জলিল (৫০) ও খলিলুর রহমান (৩৮)। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রোববার সকাল ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আ. জলিল ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে খলিলুরের ওপর হামলা চালায়।
এসময় খলিলুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আব্দুল্যাহ আল সাইদ বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এফইএস/এমএ/