ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে বাস উল্টে দুইজনের মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
শিবালয়ে বাস উল্টে দুইজনের মৃত্যু 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকামুখী লাবনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ বাসযাত্রী।

রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় এ দুর্ঘাটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।