ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেশার জন্য বোন-মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
নেশার জন্য বোন-মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় নেশার টাকার জন্য মা ও বোনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মাসুম মোল্লা (২৬) উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত আফসের মোল্লার ছেলে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাকে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল।

তিনি বাংলানিউজকে জানান, সকালে খবর পান যে, মাদকসেবী মাসুম নেশার জন্য তার মা-বোনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। পরে পুলিশসহ তিনি ঘটনাস্থলে  গিয়ে গাঁজাসেবনরত অবস্থায় মাসুমকে আটক করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়ে বরিশাল কারাগারে  পাঠানো হয়।

বাংলা‌দেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অ‌ক্টোবর ২৯, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।