দণ্ডপ্রাপ্ত মাসুম মোল্লা (২৬) উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত আফসের মোল্লার ছেলে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাকে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল।
তিনি বাংলানিউজকে জানান, সকালে খবর পান যে, মাদকসেবী মাসুম নেশার জন্য তার মা-বোনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। পরে পুলিশসহ তিনি ঘটনাস্থলে গিয়ে গাঁজাসেবনরত অবস্থায় মাসুমকে আটক করেন।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়ে বরিশাল কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/এএটি