রোববার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই অনুষদে তালা ঝুলিয়ে সব ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন।
জানা গেছে, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ খোলা হয়েছে। এ বিভাগ থেকে ফুড সেফটিতে চার বছরের অনার্স ডিগ্রি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জানান, ১৫ বছর ধরে কৃষি প্রকৌশল অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হচ্ছে। নতুন যে ডিগ্রি খোলার সিদ্ধান্ত হয়েছে তার পাঠ্যক্রমের ৮০ ভাগের সঙ্গেই ফুড ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমের মিল রয়েছে। তাই নতুন করে অন্য ডিগ্রি দেওয়া আমাদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
তাদের দাবি, যদি ডিগ্রি দিতেই হয়, তাহলে কৃষি প্রকৌশল অনুষদ থেকে দিতে হবে।
বিক্ষোভে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বলেন, এ নতুন ডিগ্রি খোলার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, মঙ্গলবার একই দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনুষদে তালা দিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই