ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

এমপি মুক্তির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমপি মুক্তির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

ঢাকা: ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তির অবৈধ সম্পদের অনুসন্ধান পাওয়ায় তার সব সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বাংলানিউজকে জানান, এমপি সালাউদ্দিন তার দুই মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এমনকি বিয়েতে তিনি পাঁচ কোটি টাকার বেশি ব্যয় করেছেন। এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় দুদক তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে নামে। দুদকের অনুসন্ধানে এমপি সালাউদ্দিনের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যার কারণে কমিশন রোববার তার ও তার ওপর নির্ভরশীল সব সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালামকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় দুদক। প্রাথমিক অনুসন্ধানে অনুসন্ধান কর্মকর্তা এমপি সালাউদ্দিনের প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছেন।  

এ সংসদ সদস্যকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দুদকে সব সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯,২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।