রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বাংলানিউজকে জানান, এমপি সালাউদ্দিন তার দুই মেয়ের বাল্যবিবাহ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
দুদক সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালামকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় দুদক। প্রাথমিক অনুসন্ধানে অনুসন্ধান কর্মকর্তা এমপি সালাউদ্দিনের প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছেন।
এ সংসদ সদস্যকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দুদকে সব সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯,২০১৭
এসজে/জেডএস