রোববার (২৯ অক্টোবর) বিকেলে ভাটারা থানার পাশের সড়কে অস্থায়ী মঞ্চে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্যানেল ওসমান গণি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের অবদান, আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, আপনাদের জন্য আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছেন জাতি তা চিরকাল মনে রাখবে।
সেই শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে পাওয়া সংবর্ধনা তিনি কৃতজ্ঞতার সঙ্গে সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি।
ভাটারা থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লা।
এছাড়া আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান সাচ্চা, বাড্ডা থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার হাবিবুর রহমান হজরত, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সেক্রেটারি শহীদুল আমিন খন্দকার, বাড্ডা থানা আওয়ামী লীগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসএম/এএ