ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির প্যানেল মেয়রকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ডিএনসিসির প্যানেল মেয়রকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা ডিএনসিসির প্যানেল মেয়রকে সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণিকে সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল। 

রোববার (২৯ অক্টোবর) বিকেলে ভাটারা থানার পাশের সড়কে অস্থায়ী মঞ্চে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
 
এসময় প্যানেল ওসমান গণি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের অবদান, আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, আপনাদের জন্য আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি।

আপনারা আমাকে যে সংবর্ধনা দিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি শহীদ মুক্তিযোদ্ধাদের, ১৫ আগস্টের শহীদদের এবং ৩রা নভেম্বর শহীদ চার নেতার উদ্দেশে উৎসর্গ করলাম।
 
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছেন জাতি তা চিরকাল মনে রাখবে।  

সেই শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে পাওয়া সংবর্ধনা তিনি কৃতজ্ঞতার সঙ্গে সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি।
 
ভাটারা থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লা।  

এছাড়া আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান সাচ্চা, বাড্ডা থানা মুক্তিযোদ্ধা  ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার হাবিবুর রহমান হজরত, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সেক্রেটারি শহীদুল আমিন খন্দকার, বাড্ডা থানা আওয়ামী লীগের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।