রোববার (২৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নে সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
বহুলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন বাংলানিউজকে জানান, বিকেলে সাখাওয়াতসহ ৬জন স্থানীয় কৃষক বের জাল দিয়ে ইছামতি নদীতে মাছ ধরতে যান। নদীতে প্রচুর কচুরিপানা থাকায় তারা পানা সরিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে হঠাৎ সাখাওয়াত নিখোঁজ হয়ে যান। তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ডুবুরি না থাকায় সন্ধ্যায় উদ্ধার অভিযান চালানো হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, আমরা সন্ধ্যার আগে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছি। সেখানে প্রচুর পরিমাণ কচুরিপানা ও পানির গভীরতা বেশি থাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আমাদের ইউনিটে কোনো ডুবুরি না থাকায় রাজশাহীতে খবর দেয়া হয়েছে। সেখান থেকে ডুবুরি এলে সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ