রোববার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বগা বন্দর এলাকায় এ অভিযান চালায় অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এইচ এম রাসেদের সহযোগিতায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, প্রদর্শন, মজুদ, বিতরণ করার অপরাধে মেসার্স সিকদার স্টোরের প্রোপাইটর দিলীপ সিকদার, মেসার্স পাল স্টোরের প্রোপাইটর মজনু পাল ও মেসার্স জগন্নাথ স্টোরের প্রোপাইটর শিবু বণিককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ৩টি প্রতিষ্ঠান থেকে ২২ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিনের শপিং ব্যাগও জব্দ করা হয়।
অপরদিকে লাইসেন্স ছাড়া ইট উৎপাদন ও ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেসার্স স্টার ব্রিকসের প্রোপাইটর মো. শাহীনকে ৩০ হাজার এবং মেসার্স বন্ধু ব্রিকসের মো. লোকমান গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/এইচএ/