ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বাউফলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা প্রতীকী ছবি

পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অবৈধ পলিথিন ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়। এসময় পলিথিন বিক্রিতে ৩টি প্রতিষ্ঠান ও লাইসেন্স ছাড়া ইট উৎপাদনের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বগা বন্দর এলাকায় এ অভিযান চালায় অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এইচ এম রাসেদের সহযোগিতায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, প্রদর্শন, মজুদ, বিতরণ করার অপরাধে মেসার্স সিকদার স্টোরের প্রোপাইটর দিলীপ সিকদার,  মেসার্স পাল স্টোরের প্রোপাইটর মজনু পাল ও মেসার্স জগন্নাথ স্টোরের প্রোপাইটর শিবু বণিককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ৩টি প্রতিষ্ঠান থেকে ২২ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিনের শপিং ব্যাগও জব্দ করা হয়।

অপরদিকে লাইসেন্স ছাড়া ইট উৎপাদন ও ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেসার্স স্টার ব্রিকসের প্রোপাইটর মো. শাহীনকে ৩০ হাজার এবং মেসার্স বন্ধু ব্রিকসের মো. লোকমান গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অ‌ক্টোবর ২৯, ২০১৭
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।