এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রুম টু রিড’র উদ্যোগে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থাটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. আবদুল মান্নান। বক্তব্য দেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার ও বিখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, কুইজ ও নাটক প্রদর্শন করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশে শিশু শিক্ষা সহায়তায় কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এএটি