রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়। যাতে আছেন পাঁচ সদস্য।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা অভিযোগ করেন, নওশাদ (৫০) নামে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হামলা চালান। এতে তিনজন চিকিৎসক ও নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন আনসার সদস্য আহত হন। প্রতিবাদে অন্য সব চিকিৎসকরা ঢামেক জরুরি বিভাগের গেট বন্ধ করে দেন। কোনো রোগী আসতে বা বের হতে পারছিলেন না। বন্ধ হয়ে যায় টিকিট কাটাও। কাউন্টারে থাকা মাইজ বিন সুলতান বাংলানিউজকে বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো কার্যক্রম বন্ধ ছিল। পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক হয়; ফের শুরু হয় কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এজেডএস/আইএ