রোববার (২৯ অক্টোবর) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম, লোককবি দূর্বীণ শাহ, মরমি কবি হাসন রাজা, লোককবি রাধা রমণ দত্ত স্মরণে এ লোক উৎসব।
এতে হাসন রাজার জীবনী নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিক রনি।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক শাকুর মজিদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম, কবি ড. শোয়াইব জিবরান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক চিত্ত রঞ্জণ তালুকদার, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শুভংক দেবনাথ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর প্রমুখ।
এ সময় নতুন প্রজন্মের কাছে হাসন রাজার জীবনদর্শন তুলে ধরেন আলোচকরা। পরে হাসন রাজার গান নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ