রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম এ দণ্ডাদেশ দেন।
এর আগে, সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়াপাড়া এলাকা থেকে একটি বাসে তল্লাশী করে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমরুলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জহুরুল বাসে করে রাজশাহী থেকে নাটোরের বনপাড়া এলাকায় যাচ্ছিলেন। এসময় সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়াপাড়া এলাকায় একটি বাস তল্লাশী করে ২০ গ্রাম গাঁজাসহ জহুরুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি