রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।
জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, লাইসেন্স না করেই সাকোয়া বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করছে এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন ফোর্স নিয়ে অভিযান চালান।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ