ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় ১৫ জন ক্ষতিগ্রস্তকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমানসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।