রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে বড়াইকান্দি বাজারে তার মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি বড়াইকান্দি গ্রামের রহিজল হকের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মানিক মিয়া মুদি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রাতে তার দোকানে অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
আটক মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআই