ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী পৌর ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
গাংনী পৌর ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে গাংনী পৌর ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (বাঁশবাড়িয়া গ্রামে) উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।  

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত ।

উপ-নির্বাচনে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র সামসুদ্দীন শেখ (ডালিম প্রতীক) ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান (উট পাখি প্রতীক) প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পরিবেশ সুষ্ঠ রাখতে উপ-নির্বাচনে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জাল ভোট প্রয়োগ, পেশী শক্তি ও অবৈধ ভোটসহ তাৎক্ষণিক অপরাধ দমনের জন্য গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ টিম। এছাড়াও ভোট কেন্দ্রে গাংনী থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামানের নেতৃত্বে রয়েছেন দুইজন উপ-পরিদর্শকসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে সকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।  

প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান।

ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১৪০ জন। এর মধ্যে এক হাজার ৮০ জন নারী ও এক হাজার ৬০ জন পুরুষ ভোটার।

প্রসঙ্গত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের মৃত্যু জনিত কারণে এ ওয়ার্ডটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।