ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শিবপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

নরসিংদীর: নরসিংদীর শিবপুরে বাস এবং লেগুনার মুখোমুখী সংঘর্ষে আবদুল বাসেত উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) অরুণ বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ইটাখোলাগামী লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।