ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদী: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার মাধবদী থানার কান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন এবং সকাল ১০টার দিকে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে আরও ৩ জন নিহত হন।

আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস কান্দাইলের রশিদের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৯ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

অপরদিকে, শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

নিহতরা হলেন, সালমা বেগম (৩৫), বিল্লাল মিয়া (১৯), হানিফ মিয়া (৩৫), জয়নাল মিয়া (৪৩), আব্দুল বাসের উদ্দিন, আসমত নেছা (৩৭), আরমান (৪৮), মাছুম ভূইয়া, বিল্লাল ও চালক সুমন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা হাফিজুর রহমান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

নরসিংদীর দুর্ঘটনায় নিহতদের ৫ জন সিলেটের ব্যবসায়ী

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।